22 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএলে এবারও শিরোপা জয় কুমিল্লার

বিপিএলে এবারও শিরোপা জয় কুমিল্লার


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সিলেটকে ৭ উইকেটে হারিয়ে ফের বিপিএলের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটা নিয়ে চতুর্থবার শিরোপা জিতল কুমিল্লা। গত বছর ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি।  এর আগে ২০১৫ ও ২০১৯ সালেও বিপিএল ট্রফি ঘরে তুলেছিল কুমিল্লা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৭৫ রান তুলে সিলেট স্ট্রাইকার্স। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।

১৭৬ রানের জয়ের লক্ষে খেলতে নামা কুমিল্লা শুরুতে দ্রুত রান তুলতে থাকে। তবে সুনীল নারাইনকে ফিরিয়ে সেই রানের ঝড় সাইক্লোনে রূপ হতে দেননি রুবেলই। তৃতীয় ওভারে নারাইনকে ১০ রানে ফেরান তিনি। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন জর্জ লিন্ডে। তিনি ফেরান ২ রান করা ইমরুল কায়েসকে। এরপরই বড় জুটি বাঁধেন লিটন দাস ও জনসন চার্লস। ফিফটি তুলে নেওয়ার পরেই লিটন ফেরেন সাজঘরে। রুবেলকে বড় শট খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি। এরপর কিছুটা চাপে পড়ে কুমিল্লা। তবে শেষদিকে ঝলসে ওঠে চার্লসের ব্যাট। সিলেটের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়ে চার্লস ফিফটি করেন ৪১ বলে। এরপর ১১ বলে তার ব্যাট থেকে আসে ২৮ রান। তাকে যোগ্য সঙ্গ দেন মঈন আলীও। ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফলে ৪ বল হাতে থাকতেই চতুর্থ শিরোপা নিশ্চিত করে কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট স্ট্রাইকার্স : ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ৬৪, তৌহিদ হৃদয় ০, মাশরাফী ১, মুশফিক ৭৪, পেরেরা ০, বার্ল ১৩, জর্জ ৯, জাকির ১, সাকিব ০; মঈন ৪-০-৩১-১, রাসেল ৩-০-৩১-১, মুস্তাফিজ ৪-০-৩১-২, তানভির ৩-০-২১-১,  নারিন ৪-০-৩৩-১)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :  ১৯.২ ওভারে ১৭৬/৩ ( লিটন ৫৫, নারিন ১০, ইমরুল ২, জনসন ৭৯ , মঈন ২৫; রুবেল ৪-০-৩৯-২, তানজিম ৪-০-৫০-০, জর্জ ৪-১-১৪-১, উড , পেরেরা ১-০-১২-০, বার্ল ২-০-১৮-০)।

ফল : ৭ উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ