22 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাতকানিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সাতকানিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রূদ্র।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আজাদ।

প্রদর্শনীতে উন্নত জাতের গরু, মহিষ, বাছুর, ছাগল, পাখি, খরগোশ, এবং প্রাণিসম্পদে ব্যবহারযোগ্য বিভিন্ন প্রযুক্তির প্রদর্শন করা হয়। এছাড়া প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের পুরস্কৃত করে প্রাণি সম্পদ দপ্তর।

মেলায় বক্তারা বলেন, সরকার প্রাণিসম্পদ বাড়াতে খামারিদের সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন। যার ফলে খামারিরা স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়েছেন। অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে খুব সহজেই খামারিরা নিজের পোষাপ্রাণী দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতে পারছেন। একইসঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে চিকিৎসকরাও সার্বক্ষণিক খামারিদের সেবা দিতে পারছেন।

বিএনএনিউজ/সৈয়দ মাহফুজ-উন নবী খোকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ