29 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অসুস্থ বৃদ্ধ জীবন্ত দগ্ধ।। অর্ধশত বস্তি ভস্মিভূত

চট্টগ্রামে অসুস্থ বৃদ্ধ জীবন্ত দগ্ধ।। অর্ধশত বস্তি ভস্মিভূত

চট্টগ্রামের রেলওয়ে বস্তিতে আগুনে বৃদ্ধার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শহরের রেলওয়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দগ্ধ হয়ে মারা গেছেন পক্ষাঘাতগ্রস্থ ৮০বছর বয়সী বৃদ্ধ নওশা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে এক কক্ষ বিশিষ্ট ৪৮টি ঘর ছিল বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন । জানা যায়, জীবন্তদগ্ধ বৃদ্ধ ‘সি’ ইপিজেডের বস্তির বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪ টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়ে নওশা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরা ঘুম থেকে ওঠে কোনভাবে ঘর থেকে বের হতে পারলেও চোখের পলকে বৃদ্ধ জীবন্ত দগ্ধ হন। আগুনের তীব্রতায় তাকে ঘর থেকে বের করা সম্ভব হয় নি।

ধারণা কর হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিএনএ/ এমএইচ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ