27 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক : রাজধানীর শনিআখড়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সুজন (৩০) নামের এক বাস হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে শনিআখড়ার সেন্টু পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুজন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গ্রীন লাইন পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের সহকর্মী রাসেল মিয়া জানান, ভোরে শনিআখড়ার সেন্টু পাম্পের সামনে গ্রীন লাইনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় বাসের পাশে দাঁড়িয়ে ছিল সুজন। তখন পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সুজনকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ।

তিনি আরও জানান, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ