22 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে অটোরিকশা ছিনতাইকারীর ৪ সদস্য গ্রেফতার

সাভারে অটোরিকশা ছিনতাইকারীর ৪ সদস্য গ্রেফতার

সাভারে অটোরিকশা ছিনতাইকারীর ৪ সদস্য গ্রেফতার

বিএনএ, সাভার :ঢাকার সাভারে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

রোববার(১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। এর আগে ১৫ জানুয়ারী শনিবার সাভারের পূর্ব রাজাসন বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার মোঃ পারভেজ শেখ (২৮), রংপুর জেলার আল-আমিন (২২), জয়পুরহাট জেলার মোঃ আজাহার আলী (৪৩) ও ফরিদপুর জেলার মোঃ মাহতাব (৪২)।

র‌্যাব জানায়, ১২জানুয়ারি এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল সাভারের পূর্ব রাজাসন বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০১ টি অটোরিক্সা, চারটি মোবাইল ফোন এবং নগদ ৭’শ টাকা উদ্ধার করা হয়।

এবিষয়ে সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সাথে জড়িত। ছদ্মবেশে রিকশা ভাড়া করে নির্জন স্থানে গিয়ে অচেতন নাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে ছিনতাইয়ের কাজ করতো। অনেক সময় গাড়ীর মালিকের নাম্বার সংগ্রহ করে গাড়ী ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা দাবি করতো।

তিনি আরও জানান, ছিনতাইকারী এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে আন্তঃজেলা অটো, অটোরিকশা ও প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো। এদের কারণে চালকসহ সাধারণ মানুষ আতংকে থাকতো। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ