16 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » পৌরসভা নির্বাচনে জয় পেলেন যারা

পৌরসভা নির্বাচনে জয় পেলেন যারা

পৌরসভা নির্বাচনে জয় পেলেন যারা

বিএনএ, ঢাকা : দ্বিতীয় দফা স্থানীয় সরকার নির্বাচনে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। বাকি পৌরসভাগুলো ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। বেশ কয়েকটি পৌরসভায় ভোট গণনা শেষ।  সবশেষ পাওয়া অনুযায়ী মেয়র পদে যারা জয়ী হয়েছেন তাদের তালিকা তুলে ধরা হলো।

মেয়র পদে জিতলেন যারা

১. নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আবদুল কাদের মির্জা (আ.লীগ মনোনীত) ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

২. ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম (আ.লীগ প্রার্থী) ১০৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩. খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে নির্মলেন্দু চৌধূরী (আ.লীগ মনোনীত) ৯ হাজার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৪. বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র পদে শেখ আব্দুর রহমান (আ.লীগ মনোনীত) ১২১২৫ ভোট বিজয়ী হয়েছেন।

৫. রাজশাহীর বাঘা আড়ানী পৌর সভায় মুক্তার আলী (বিদ্রোহী প্রার্থী) ৫,২০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৬. নেত্রকোনার কেন্দুয়া পৌর নির্বাচনে আসাদুল হক ভূইয়া (আ.লীগ মনোনীত) ৯১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

৭. পাবনার ফরিদপুর পৌরসভায় খ ম কামরুজ্জামান মাজেদ (আ.লীগ) ৪৯৯৮ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

৮. নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (আ.লীগ মনোনীত) ৮৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৯. নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনিরুজ্জামান মনির (আ.লীগ মনোনীত) ৩৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১০. নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় এডভোকেট লতিফুর রহমান রতন (আ.লীগ মনোনীত) ৯৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১১. বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে মো. জহিরুল ইসলাম (আ.লীগ মনোনীত) ৯ হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১২. ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে সাংবাদিক সেলিম রেজা লিপন (আ.লীগ মনোনীত) ৯২৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৩. পাবনার সাঁথিয়া পৌরসভায় মাহবুবুল আলম বাচ্চু (আ.লীগ মনোনীত) ১৬৩৮৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

১৪. মৌলভীবাজার কমলগঞ্জ পৌর নির্বাচনে জুয়েল আহমদ (আ.লীগ মনোনীত) ৫২৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

১৫. মৌলভীবাজার কুলাউড়া পৌর নির্বাচনে শিপার উদ্দিন (আ.লীগ মনোনীত) ৪৮৩৮ ভোট পেয়ে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হয়েছেন।

১৬. পাবনার ঈশ্বরদী পৌরসভায় ইসাহক আলী মালিথা (আ.লীগ মনোনীত) ২৮ ৫৯২ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

১৭. দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচনে সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী (আ. লীগ)  ১৫৩৮৩ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

১৮.  শরীয়তপুর পৌরসভা নির্বাচনে এ্যাডভোকেট পারভেজ রহমান জন (আ. লীগ) ২৩২৪৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বা‌চিত হয়েছেন।

১৯. হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ছাবির আহমেদ চৌধুরী (বিএনপি) ৫৭৪৯ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

২০. হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় হাবিবুর রহমান মানিক (বিএনপি) ৫০৩১ ভোট পেয়ে নির্বা‌চিত হয়েছেন।

২১. ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় বিল্লাল হোসেন সরকার (আ. লীগ) ১৭ ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২২. ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় গোলাম কিবরিয়া (আ. লীগ) ৫৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত