29 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা করল যুক্তরাজ্য

সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা করল যুক্তরাজ্য

সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা করল যুক্তরাজ্য

বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের ঝুঁকি এড়াতে সোমবার থেকে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ করেছে যুক্তরাজ্য। এরমধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চান, তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন এই নিয়ম কমপক্ষে অন্তত ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি বলেন, করোনার নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি।

বরিস জনসন জানান, ভ্রমণের সব ধরণের পথ স্থানীয় সময় সোমবার ভোর চারটা থেকে বন্ধ থাকবে। এরপর যারা যুক্তরাজ্যে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি না তাদের ৫ দিন পর নেগেটিভ রেজাল্ট আসে।

উল্লেখ্য, এখনো পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮৭ হাজার ২৯১জন। শুক্রবার সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এদিন ৫৫ হাজার ৭৬১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ