বিএনএ,ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করবে । সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ওই বিজয় র্যালিটি শুরু হবে।
রোববার (১৫ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে থেকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সমন্বয়ক লুৎফর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেছেন, ‘আগামীকাল ঢাকা শহরে সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ বিজয় র্যালি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
বিএনএনিউজ/আরএস