22 C
আবহাওয়া
১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাকার্তায় বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাকার্তায় বিক্ষোভ

ইন্দোনেশিয়া

জাকার্তা : ইন্দোনেশিয়ার চিকিৎকরা গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অবৈধভাবে  আটক ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের মুক্তি দিতে আহবান জানিয়েছে।

শুক্রবার(১৫ডিসেম্বর) জাকার্তায় মেডিকেল ইমার্জেন্সি রেসকিউ কমিটি আয়োজিত সংহতি বিক্ষোভে ১০টি ইন্দোনেশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অন্তত ১০০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেয়। “মুক্ত ফিলিস্তিন” “গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করুন”ফেস্টুন ও ফিলিস্তিনি পতাকা বহন করেন অংশগ্রহণকারীরা।

সমাবেশে বক্তারা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে গাজায়  আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসার জন্য ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার দাবি জানিয়েছেন।

“জেনেভা কনভেনশন অনুযায়ী হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং গাজার স্বাস্থ্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, কিন্তু ইসরায়েল এ বিষয়টিকে মান্য করছে না। নির্বিচারে এসব ধ্বংস করে চলেছে।

এ সব ব্যাপারে সংহতি এবং আমাদের উদ্বেগ দেখানোর জন্য এই সমাবেশের আয়োজন।

গত ৭ অক্টোবরে শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে  ইসরায়েলি সহিংসতার সর্বশেষ বৃদ্ধিতে গাজায় ১৮হাজার৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।আরব নিউজ।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ