26 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আগুনে পুড়ল ৮ দোকান ও এক বসতঘর

মিরসরাইয়ে আগুনে পুড়ল ৮ দোকান ও এক বসতঘর


বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম):  চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতেই ২ ঘন্টার ব্যবধানে পৃথক ২ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত ঘর পুড়ে  গেছে। এতে নগদ ২ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১টায় মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় বসত বাড়িতে ও পরবর্তীতে উপজেলার মিঠাছড়া বাজারে ভোর রাতে এ  অগ্নিকাণ্ড ঘটে। উভয় অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে  মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়ায় জামালের দোকান নামক স্থানে জনৈক আব্দুল হাই এর বসত বাড়িতে আগুন লাগে।এতে আব্দুল হাইয়ের টিনশেড বসতঘর অনেকাংশ পুড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়।

অপরদিকে প্রথম অগ্নিকাণ্ডের মাত্র আধা কিলোমিটার দূরত্বে দুই ঘন্টার ব্যবধানে উপজেলার  মিঠাছড়া বাজারের উত্তরাংশে কাঠ বাজারে অগ্নিকাণ্ড  ঘটে। এতে বিভিন্ন ধরনের ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।  নগদ ২ লাখ টাকা সহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল বলেন, ভোররাতে করিমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুনের লেলিহান শিখায় মুহুর্তে ৮টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছিনা।

বিএনএ/ আশরাফ উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ