17 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, গাজীপুর : প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের কালিয়াকৈরের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফোয়ান ফোয়েল নামের কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো, কাশিমপুর ডিবিএল, জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কারোর হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ