21 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » এয়ার অ্যাস্ট্রা উড়বে ২৪ নভেম্বর থেকে

এয়ার অ্যাস্ট্রা উড়বে ২৪ নভেম্বর থেকে

এয়ার অ্যাস্ট্রা উড়বে ২৪ নভেম্বর থেকে

বিএনএ ডেস্ক: দেশের এভিয়েশন খাতে যুক্ত হলো এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’ আগামী ২৪ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে তারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেয় বেসরকারি এ বিমান পরিবহন সংস্থা। অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, এয়ার অ্যাস্ট্রা তাদের যাত্রা শুরু করার ফলে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বেছে নেয়ার সুযোগ আরও বৃদ্ধি পেল। দেশীয় এয়ারলাইন্সগুলোর ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে, যা যাত্রীদের জন্য সহায়ক হবে বলে মনে করেন তিনি।

এয়ার অ্যাস্ট্রার সিইও হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইউএস বাংলা ও বন্ধ হওয়া রিজেন্ট এয়ারের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।

অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবেচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইনস হিসাবে নিজের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা।

এয়ার অ্যাস্ট্রা শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সব রুটেই ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে তারা।

ঢাকা থেকে কক্সবাজারের একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৯৯ টাকা, যেখানে ঢাকা থেকে চট্টগ্রামের একমুখী সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৬৯৪ টাকা।

বেসরকারি এয়ারলাইন্সটি এরইমধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ এনেছে। চলতি বছরই বহরে যুক্ত হবে আরও দুটি উড়োজাহাজ। আগামী বছরের মধ্যে বহরে উড়োজাহাজের সংখ্যা দশটিতে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এ কোম্পানি।

এয়ার অ্যাস্ট্রায় মূল বিনিয়োগ করছেন জাপান প্রবাসী ব্যবসায়ী হারুন অর রশিদ। কারিগরি সহায়তা দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। নতুন কোম্পানি যুক্ত হওয়ায় দেশের বর্তমানে চালু বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়ালো তিনে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ