18 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দেশে করোনা শনাক্ত ২৯

দেশে করোনা শনাক্ত ২৯

করোনায় আক্রান্ত

বিএনএ, ঢাকা: সারাদেশে করোনভাইরাসে গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জনের, এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২০ জন ঢাকার বাসিন্দা। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪২৯ জন রয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ