বিএনএ,চট্টগ্রাম : মাসিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
পারিবারিক কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা। মাসব্যাপী চলবে এ বিক্রি চলবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, আজ থেকে চট্টগ্রাম নগরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
বিএনএ/ ওজি