বিএনএনিউজ২৪: বাংলাদেশ-জিম্বাবুয়ে নারী ওয়ানডে সিরিজ।জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল।সোমবার (১৫নভেম্বর) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষ দিনে ৭ উইকেটে জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে সবকটি উইকেট হারিয়ে ৪৮রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশ ১০.৪ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৪৯রান সংগ্রহ করে ৮উইকেটে জয় পায়।
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে আটকে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।
৪৬.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রান পায় ১২১। বাংলাদেশ ২৪.৩ওভার খেলে ১উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। ফলাফল: বাংলাদেশ ৯উইকেটে জয়ী।
এতে বাংলাদেশ দলের সিরিজ জয় নিশ্চিত হয়।
শেষ ওয়ানডে-২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
১৮.২ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। ফলাফল: বাংলাদেশ ৭উইকেটে জয়ী।
নাহিদা আক্তার ৫টি উইকেট। রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।
আজ বাংলাদেশের পক্ষে রান করেন-মুর্শিদা খাতুন হ্যাপি ৪৮ বলে ৩৯ রান(অপরাজিত), নিগার সুলতানা জ্যোতি ২৭বলে ১২রান, নুজহাত তাসনিয়া টুম্পা ২৪বলে ১০,সুবহানা মুশতারি ১০বলে ১রান। অতিরিক্ত রান যোগ হয় ১২। মোট ৭৪ রান।
জিএন