18 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল

বিএনএনিউজ২৪:  বাংলাদেশ-জিম্বাবুয়ে নারী ওয়ানডে সিরিজ।জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল।সোমবার (১৫নভেম্বর) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। শেষ দিনে ৭ উইকেটে জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ-জিম্বাবুয়ে নারী ওয়ানডে সিরিজ।

প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে সবকটি উইকেট হারিয়ে  ৪৮রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ে।

বাংলাদেশ ১০.৪ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৪৯রান সংগ্রহ করে ৮উইকেটে জয় পায়।

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২১ রানে আটকে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।

৪৬.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রান পায় ১২১। বাংলাদেশ ২৪.৩ওভার খেলে ১উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। ফলাফল: বাংলাদেশ ৯উইকেটে জয়ী।

এতে বাংলাদেশ দলের সিরিজ জয় নিশ্চিত হয়।

শেষ ওয়ানডে-২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

১৮.২ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। ফলাফল: বাংলাদেশ ৭উইকেটে জয়ী।

নাহিদা আক্তার ৫টি উইকেট। রুমানা আহমেদ ও অভিষিক্ত ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট পান।

আজ বাংলাদেশের পক্ষে রান করেন-মুর্শিদা খাতুন হ্যাপি ৪৮ বলে ৩৯ রান(অপরাজিত), নিগার সুলতানা জ্যোতি ২৭বলে ১২রান, নুজহাত তাসনিয়া টুম্পা ২৪বলে ১০,সুবহানা মুশতারি ১০বলে ১রান। অতিরিক্ত রান যোগ হয় ১২। মোট ৭৪ রান।

জিএন

Loading


শিরোনাম বিএনএ