বিএনএ, স্পোর্টস : ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন আইপিএলের সেই ‘বাতিল’ ডেভিড ওয়ার্নার! প্রথমবারের মতো তার দল অস্ট্রেলিয়াও জিতলো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শিরোপা।
ম্যাচ সেরার পুরস্কার হাতছাড়া হলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন ওয়ার্নার। পুরো আসরেই দারুণ ছন্দে ছিলেন এই বাঁহাতি ওপেনার। ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৮.১৬ গড়ে ২৮৯ রান, ফিফটি তিনটি।
এবারের আসরে তার চেয়ে বেশি রান করেছেন শুধু পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ৬ ম্যাচ খেলেই বাবর ৬০-এর বেশি গড় নিয়ে চার ফিফটিসহ করেছেন ৩০৩ রান। কিন্তু দলকে শিরোপা জেতানোর আগেই সেমিতে থামতে হয়েছে তাকে। কিন্তু ওয়ার্নার শিরোপা উৎসবের পাশাপাশি জিতে নিয়েছেন আসর সেরার পুরস্কার।
রোববার (১৪ নভেম্ব) দুবাইয়ে আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়ে শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।
বিএনএনিউজ২৪.কম/আমিন
Total Viewed and Shared : 128