বিএনএ,চট্টগ্রাম : তিন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ( ১৩ নভেম্বর) রাতে ছাগলনাইয়া থানাধীন জয়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ানশুটারগান এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. মিজানুর রহমান (৫০),মো. মাহবুবুল হক ভূঁইয়া (৫৮), ও মো. ইমরানুল হক (৪০)। তাদের গ্রামের বাড়ি ফেনি জেলার ছাগলনাইয়া থানার দক্ষিন মন্দিয়া এলাকায়।
র্যাব-৭, চট্টগ্রামে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ফেনী জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/আমিন