28 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এবারও সেরা ফেনী গার্লস ক্যাডেট ও ফেনী কলেজ

এবারও সেরা ফেনী গার্লস ক্যাডেট ও ফেনী কলেজ

এবারও সেরা ফেনী গার্লস ক্যাডেট ও ফেনী কলেজ

বিএনএ, ফেনী: এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনী জেলায় এবারও সেরা স্থান দখল করে নিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও ফেনী সরকারি কলেজ। ফলাফল বিবরণীতে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই জি‌পিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ কলে‌জ থেকে ৫৫ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ অন্যান্য বছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ এ ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এজন্য পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।

এদিকে, ফেনী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া জানান, ফেনী সরকারি কলেজ থেকে ১৪০২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২৩৭ জন শিক্ষার্থী পাস করেছে। ৩১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। কলেজে পাশের হার ছিল ৮৯ দশমিক ৫৭ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ জন, মানবিক বিভাগের ৪৩ জন ও বিজ্ঞান বিভাগের ২২৮ জন শিক্ষার্থী রয়েছে।

বিএনএনিউজ/ নিজাম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ