26 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের নিকট ইংল্যান্ডের শোচনীয় পরাজয়

আফগানিস্তানের নিকট ইংল্যান্ডের শোচনীয় পরাজয়

England v Afghanistan

স্পোর্টস ডেস্ক:  আইসিসি ওর্য়াল্ডকাপ ২০২৩( icc world cup 2023) এর রোববারের (১৫ অক্টোবর ২০২৩) খেলায় আফগানিস্তানের নিকট ইংল্যান্ডের শোচনীয় পরাজয় ঘটেছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্য দেয়। জবাবে খেলতে নেমে ৪০ দশমিক ৩ ওভার বল খেলে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ২১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে আফগানিস্তান ৬৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের দিন-রাতের এই খেলা অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের মুজিব উর রহমান ও রশিদ খান ৩টি করে উইকেট লাভ করেন। মোহাম্মদ নবী দুটি এবং ফজল ফারুকি, নাভিন উল হক একটি করে উইকেট পান।

ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রোক সর্বোচ্চ ৬৬ রান করেন।

আফগানিস্তানের মুজিব উর রহমান ও রশিদ খান
আফগানিস্তানের জয়ের নায়ক রশিদ খান(বামে) ও মুজিব উর রহমান(ডানে)
এর আগে আফগান ব্যাটসম্যান হিসেবে ফজল হক ফারুকি আউট হলে ৪৯দশমিক ৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান দল।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, দাউভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজলহক ফারুকী।

এর আগের খবর : ২৮৫ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করে ইংল্যান্ড

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ