রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে সাম্প্রদায়িক সম্প্রতি অটুট থাকবে । রাউজান উপজেলার সাধারন মানুষ যে যার ধর্ম পালন করছে । সকল ধর্মের অনুসারীরা একে অপরের সাথে কাধে কাধ মিলিয়ে সুখে শান্তিতে বসবাস করছে । সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।
বৃহস্পতিবার (১৪অক্টোবর) রাউজান উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্ল্যহ আল হারুন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক সুমন দে।
জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি অশোক পালিত, উজ্জল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, স দিপলু দে দিপু, সদস্য প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত প্রমুখ।
বিএনএ নিউজ ২৪, শফিউল আলম,জিএন