26 C
আবহাওয়া
৬:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে ইয়াবাসহ ২ নারী আটক

ঝিনাইদহে ইয়াবাসহ ২ নারী আটক

ঝিনাইদহে ইয়াবাসহ ২ নারী আটক

বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার(১৫অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো-পটুয়াখালীর বাউফল উপজেলার নিজতাতের কাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৮) ও ময়মনসিংহ’র মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের মাহবুবুল আলীর স্ত্রী তহমিনা খাতুন (২৫)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ থেকে মাদক পাচারের খবরে আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আড়পাড়া গ্রামের মধ্য থেকে ৩’শ পিচ ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএ নিউজ ২৪, আতিক, জিএন

Loading


শিরোনাম বিএনএ