30 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার নয় : ডিএমপি কমিশনার

এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার নয় : ডিএমপি কমিশনার


বিএনএ ডেস্ক : ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, “এফআইআর-এ নাম থাকলেই গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না।”

রোববার ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে  তিনি এ কথা বলেন।

মাইনুল হাসান বলেন, “এফআইআর-এ নাম থাকলেই গ্রেপ্তারের কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে। দুই এক সপ্তাহর মধ্যে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে। চেক পোস্টগুলোও কাজ শুরু করেছে।”

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ