15 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আতিকুর রহমান বলেন, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত