17 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় বিএনপির সমাবেশ হচ্ছে না আজ

ঢাকায় বিএনপির সমাবেশ হচ্ছে না আজ

bnp

বিএনএ ডেস্ক: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করেছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। বিরূপ আবহাওয়ার কারণের আজকের পরিবর্তে মঙ্গলবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ঢাকায় সমাবেশের তারিখ পরিবর্তন হলেও বিভাগীয় শহরের কর্মসূচি ঠিক আছে। অর্থাৎ রোববারই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শহরে র‌্যালি করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ