বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। বড় পর্দায় বেশ কিছু সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। তবে এবার পুলিশ কর্মকর্তার চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব। পুলিশের পোশাকে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, একটি বিজ্ঞাপনে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নিরবকে। সেজন্যই তার এই সাজ। নতুন একটি গণমাধ্যমের জন্য এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। বিজ্ঞাপনে ওসি রায়হানের চরিত্রে দেখা যাবে নিরবকে।
নিরব বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে এটা একটি গণমাধ্যমের বিজ্ঞাপন। দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে তথ্যের সেবা দিতে আসছে প্রতিষ্ঠানটি। তাদের পথচলার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।
নিরব জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এতে আরও আছেন অভিনেতা ফারুক আহমেদ, বড়দা মিঠুসহ অনেকেই।
জানা গেছে, নতুন গণমাধ্যমের জন্য তৈরি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। এখানেই হাজির হবেন পুলিশ অফিসার রায়হান চরিত্রে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন।
বিএনএনিউজ২৪/ এমএইচ