বিএনএ ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে ‘ই’-গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। গোল করেছেন লেভান্ডোফস্কি এবং থমাস মুলার। লিওনেল মেসিকে ছাড়া চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই হার নিয়ে মাঠ ছাড়তে হলো কাতালান ক্লাবটিকে।
সেইসঙ্গে দুই বছর আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের প্রতিশোধ নেয়া হলোনা কাতালান ক্লাবটির। আবারও জার্মান চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী হলো তারা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে বায়ার্নকে লিড এনে দেন থমাস মুলার। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কোচ জুলিয়ান নাগেলসমানের দল।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন রবার্ট লেভানডোভস্কি। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এই পোলিশ। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় স্বাগতিক বার্সেলোনা।
পুরো ম্যাচে বল পজেশন ছাড়া, আক্রমনের সুযোগ তৈরির বিচারে বায়ার্নের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোম্যানের দল। বায়ার্নের যেখানে ৮টি শট লক্ষ্যে আঘাত হেনেছে, সেখানে বার্সেলোনা একবারও অনটার্গেটে শট নিতে পারেনি।
বিএনএনিউজ/আরকেসি