বিএনএ, চট্টগ্রাম : বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার(১৫ আগস্ট) সকাল থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় রোগীদের ডেঙ্গু টেস্ট, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার নিরুপণ,মেদবাহুল্য, ডায়াবেটিস, গর্ভবতীদের পুষ্টি ও খাদ্য অভ্যাস বিষয়ক পরামর্শ সহ হৃদরোগের রোগীদের সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব)মোঃ মঞ্জুরুল হাফিজ বিপিএএ, জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান ও বিভাগীয়-জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ ছাড়া সংগঠনের মহাসচিব অধ্যাপক ডাঃ প্রবীর কুমার দাশ, যুগ্ম মহাসচিব মোঃ আবু তারেক ইকবাল,কার্যনির্বাহী সদস্য ডাঃ এ কে এম নাছির উদ্দিন,পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপিসহ সংগঠনের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিএনএ/ ওজি