বিএনএ দিনাজপুর:দিনাজপুরে মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার(১৫ আগস্ট) জেলা প্রশাসক চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম,জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,পুলিশ সুপার আনোয়ার হোসেন।এরপর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, সরকারী বেরকারী প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি-২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন করোনায় কর্মহীন হয়ে পরা দরিদ্র-অসহায়-গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বিজিবি-২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন মাঠে রোববার সকালে এই খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজিবি-২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মো.শরীফ উল্লাহ আবেদ, উপ-অধিনায়ক মেজর নঈম রেজভী,সহকারি পরিচালক মো.মাহতাব উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
কর্মহীন হয়ে পরা ১২৫ টি দরিদ্র-অসহায়-গরীব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন লেঃ কর্ণেল মো.শরীফ উল্লাহ আবেদ।
বিএনএনিউজ/এস শাহী,আরকেসি