ফেনী প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার এর সাথে ছাগলনাইয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, আমি সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলাকে পরিবর্তন করতে চাই। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও পৌর শহরের যানজট নিরসনে কাজ করবো। এই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। নানাভাবে সাংবাদিকরা সুন্দর ও উন্নত উপজেলা গঠনে সহায়তা করতে পারে।
মিজানুর রহমান মজুমদার বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় তিনি অনুসন্ধানী প্রতিবেদন, ডাটা ভিত্তিক উন্নয়ন প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করে সমাজে কারা অবহেলিত ও পিছিয়ে রয়েছে, তাদেরকে লেখনীর মাধ্যমে তুলে আনতে হবে। কোনভাবে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন হয় তেমন কাজ করা যাবে না। প্রয়োজনে ৬ মাস অন্তর অন্তর সেরা গঠনমূলক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরষ্কারের ব্যবস্থা করা হবে।
মিজানুর রহমান মজুমদার সাংবাদিকদের ভবিষ্যৎ চিন্তা করে আরো বলেন, আমি প্রেসক্লাবে একটি স্থায়ী ভবনের ব্যবস্থা করবো এবং সাংবাদিকদের জন্য সবসময় কাজ করবো। তিনি বলেন, ভূমি বরাদ্দে ফেনী জেলা পরিষদ ও জেলা প্রশাসন এবং ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহায়তায় প্রেসক্লাব ভবন করা হবে।
মতবিনিময়ে অংশ নেন মোহাম্মদ শেখ কামাল ( আজকের পত্রিকা/ফেনীর সময়), নুরুজ্জামান সুমন (যুগান্তর/৭১টিভি), এবিএম নিজাম উদ্দিন (ইনকিলাব/ ডিজিটাল সময় / বিএনএ), কামরুল হাসান লিটন (যায়যায়দিন), জাহাঙ্গীর কবির লিটন (আমার দেশ), মোহাম্মদ মোস্তফা (মানবজমিন) আবুল হাসান (নয়া দিগন্ত), আবদুল আউয়াল চৌধুরী ( ভোরের কাগজ), নজরুল ইসলাম চৌধুরী ( দৈনিক ফেনী), এম মাসুম বিল্লাহ ভূঁইয়া ( দৈনিক মুক্ত খবর/ The Daily State/ spn-bd), মোহাম্মদ শাহ আলম (দৈনিক আমাদের সময়/ আলোকিত ফেনী ), মোহাম্মদ জিয়াউল হক রুবেল (দৈনিক আমার সংবাদ), নিজাম উদ্দিন মজুমদার সজীব (মোহনা টিভি), কফিল উদ্দিন মজুমদার (বাংলাদেশ টু ডেট), কাজী নুরুল আলম নিলু (দৈনিক নয়া পয়গাম), মো: এনায়েত উল্যাহ সোহেল ( দৈনিক স্টার লাইন), দেলোয়ার হোসেন (নয়া আলো), পিনু শিকদার ( এস টিভি), শাহ ফয়সাল ( আমাদের নতুন সময়), মিলন খোন্দকার ( কাল বেলা), শাখাওয়াত হোসেন ( আমার ফেনী), সেপাল নাথ (স্বদেশ বিচিত্রা), আশরাফুল হাসান টুটুল ( একুশে সংবাদ), সৌরভ হোসেন মজুমদার ( বাংলাদেশ সমাচার), মোঃ শাহীন (এবেলা) প্রমুখ।
এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/ হাসনা