বিনোদন ডেস্ক: ২০০৬ বিশ্বকাপের থিম সঙে কণ্ঠ দিয়েছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ২০১০ বিশ্বকাপে তার থিম সঙ অসম্ভব সাড়া ফেলেছিল। পরের বিশ্বকাপেও ছিল শাকিরার গান। কিন্তু লাতিন আমেরিকার গায়িকা হয়েও ফুটবলের সবচেয়ে পুরোনো আসর কোপা আমেরিকায় কখনও পারফর্ম করেননি এই পপ তারকা। এবার সেটাই হতে যাচ্ছে।
এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালে দেখা যায় শাকিরার নাচ ও গান। বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করতে দেখায় শাকিরা। ফলে বেড়ে যায় ফাইনাল ম্যাচের বিরতির সময়। অন্য ম্যাচগুলোতে বিরতি ১৫ মিনিটের হলেও, আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে দেওয়া হয় ২৫ মিনিটের বিরতি।
আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকা।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা