বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সহায়তা করা লক্ষাধিক আফগানকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি জুলাইয়ের শেষ দিকে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু হতে পারে। আফগান অনুবাদক তাদের পরিবারসহ এই আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।বুধবার (১৪ জুলাই) এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এমন খবর দিয়েছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আফগানিস্তানে মার্কিন বাহিনী ও মিত্রদের সহায়তাকারী আফগান নাগরিক এবং তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ফ্লাইট চালু হতে যাচ্ছে।
অনুবাদকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে যেতে প্রস্তুত, তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরাক ও আফগান অনুবাদকদের জন্য বিশেষ অভিবাসন ভিসা কর্মসূচির অধীন আবেদন করেছেন।
গত দুদশক ধরে মার্কিন ও ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করা আফগান অনুবাদকরা তালেবানের প্রতিহিংসার ভয়ে দিন পার করছেন। এখন পর্যন্ত ১৮ হাজার অনুবাদককে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। তাদের পরিবারসহ এই আশ্রয় প্রার্থীর সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।
বিএনএ/ওজি