বিএনএ, ঢাকা : সেবাগ্রহীতাদের পিট্টি (পিটালে) মারবে, সরকার এমন পুলিশ চাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমান পুলিশ মানবিক এবং আগের থেকে তারা অনেক বেশি সক্রিয় বলেও মনে করেন তিনি।
এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কে বলল সচল হয়নি? এখন সচল যদি আগের ১৫ বছরের মতো ভাবা হয় যে, গেলে দুটি পিট্টি মারলেই পুলিশ খুব সচল, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি, যারা সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন।’
তিনি আরও বলেন, ‘যদি ভাবা হয় পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারা, লাথি মারা— ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখনের পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়।’
এ ছাড়া, র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সঙ্গে যেই জড়িত যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি।’
এ ছাড়াও, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী কতটা প্রস্তুত— এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তারা যে সময় ঘোষণা করবে, আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত।’
বিএনএনিউজ/এইচ.এম।