14 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

বোয়ালখালীতে ভ্যান উল্টে শিশুসহ আহত ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর চালিত থ্রি-হুইলার ভ্যান গাড়ি (ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বিলে পড়ে ৩ জন আহত হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লারচর শোকর আলী শাহ মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মনজুর আলমের ছেলে ইমতিয়াজ হোসেন (৮), নিজাম উদ্দিনের ছেলে মো. সাগর (১৮) ও ভ্যানচালক মিলন (৪৫) আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা জানান, আহত ইমতিয়াজ হোসেন ও মো. সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. ইমরান নাজির বলেন, বিকেল ৪টার দিকে মোটরচালিত একটি ভ্যান গাড়ি সড়কে থাকা এক শিশুকে চাপা দিয়ে বিলে পড়ে যায়। গাড়ির সামনের সিটে চালক ও হেলপার বসে ছিলেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ