19 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

যাত্রাবাড়ীতে বাস চাপায় নিহত ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে সিএনজি অটো রিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে লিটন পাল (৪২) নামের এক শিক্ষক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে উপজেলার মাতারবাড়ি রাস্তার মাথা চিতাখোলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন গোরকঘাটা পুটিবিলা এলাকার অমল পালের পুত্র, তিনি খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন জানান, বদরখালী থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটো রিকশার সাথে গোরকঘাটা থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত তিনজনই সিএনজির যাত্রী ছিলেন। এই ঘটনায় সিএনজির ড্রাইভারও আহত হয়েছে। মাইক্রোবাসের ড্রাইভার আহত যাত্রীদের নিয়ে হাসপাতালে গিয়েছে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ