25 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » বাদল দিনের প্রথম কদম ফুল

বাদল দিনের প্রথম কদম ফুল


বিএনএ, ডেস্ক: ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান’ (রবীন্দ্রনাথ ঠাকুর)। না, আষাঢ়ের প্রথম দিনে বাদলের (বৃষ্টি) দেখা মেলেনি। কেউ কদম ফুলও দান করেননি। অথচ আষাঢ়ের প্রথম দিনের দৃশ্য হওয়ার কথা ছিল সকাল থেকেই অন্ধকার মেঘে ঢাকা আকাশ, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ‘এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’ গানের মতোই দিন-রাত বোঝার উপায় থাকবে না। কেঁদেই চলবে আকাশের ভাঁজে ভাঁজে মেঘ।

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত,শীত, বসন্ত। এ ছয় ঋতুর আবর্তন বাংলাদেশকে করে তুলেছে বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। সবুজ সৌন্দর্যে ভরা অপরূপ প্রকৃতির এ দেশে নব নব সাজে সজ্জিত হয়ে পরপর আসে ছয়টি ঋতু। এমন বৈচিত্রময় ঋতুর দেশ পৃথিবীর আর কোথাও নেই। তাই তো কবি লিখেছেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/ সকল দেশের রানি সে জে আমার জন্মভ‚মি’। বছর ঘুরে প্রতিবারই আষাঢ় আসে নানা রূপ সাজ নিয়ে। বৃষ্টির ধারায় নবতর জীবন আসে পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার হয় প্রকৃতির অবয়বে।

আজ আষাঢ়ের প্রথম দিন…শুরু ‘বর্ষাকাল’। আর এই ঋতুতে বর্ষার আগমনী বার্তা নিয়ে গাছে গাছে কদম, বকুলসহ নানা রকমের ফুল। আষাঢ় মাসের প্রথম দিনে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পাশ থেকে কদম ফুলের ছবি তুলেছেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) আলোকচিত্র শিল্পী সাইদুল আজাদ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ