21 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নতুন প্রেমিক খুঁজতে রাস্তায় রাখি

নতুন প্রেমিক খুঁজতে রাস্তায় রাখি

রাখি

বিনোদন ডেস্ক: ভালোবেসে আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু কদিন যেতেই সংসারের সুখ উধাও হয়ে যায় রাখির। স্বামীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন তিনি। এতে স্পষ্ট হয় আদিল-রাখির যৌথজীবন এখন খাদের কিনারে দাঁড়িয়ে।

এবার জানা গেল নতুন তথ্য। আদিলকে ভুলে রাস্তায় রাস্তায় ঘুরে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ! এক ভিডিওতে দেখা যায়, পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ঘুরছেন রাখি। যাকে পাচ্ছেন তার শরীরেই ছড়িয়ে দিচ্ছেন পারফিউম।

২০২২ সালের ২৯ মে মুম্বাইয়ের ওশিওয়ারাতে বিয়ে করেন আদিল-রাখি। তবে বিয়ের কথা গোপনই রেখেছিলেন তারা। আদিল সেইসময় প্রাথমিকভাবে বিয়ের খবর অস্বীকার করে গেলেও মেনে নেন। সঙ্গে মিডিয়াকে জানান, পরিবারের তরফে কিছু সমস্যা থাকায় তিনি বিয়ের খবর সামনে আনতে চাননি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ