18 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : পর্যবেক্ষক

ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : পর্যবেক্ষক


বিএনএ, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে থাকা ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, ভোটের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বুধবার (১৫ জুন) কুসিক নির্বাচন চলাকালে ১২নং ওয়ার্ড, হোচ্চামিয়া স্কুল ভোট কেন্দ্রে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আবেদ আলী জানান, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উপস্থিতি ছিল আনন্দময়। অনেকেই দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বোঝা যাচ্ছে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ বেড়েছে। এটি অত্যন্ত ইতিবাচক বিষয়। ভোটাররা ছিল খুবই আন্তরিক। তবে ইভিএমে ভোট গ্রহণে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্রে। এতে ভোটাররা কষ্ট পাচ্ছেন। দু’টি কারণে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি  মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারসহ ফাউন্ডেশনের বেশকয়েকজন নির্বাচন পর্যবেক্ষক।

নির্বাচন পর্যবেক্ষকগণ বলেন, সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতির হার প্রায় ৪৫ শতাংশ।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ