বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া থেকে ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃতদের মধ্যে তিন জন রোহিঙ্গা। মঙ্গলবার (১৪ জুন) উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হল, আবু সৈয়দ (২৩), মোঃ মুশিত আলম (২৮), মোঃ সেলিম (২৫), মোঃ আব্দুল হাকিম (৪৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গম পাহাড়ি রাস্তায় মায়ানমার হতে ইয়াবা পাচারকালে ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ইটের মত বস্তুতে স্কচটেপ ও ও কাগজ মোড়ানো অবস্থায় ছিল। জাবেদের বসত ঘরে ইয়াবাগুলো মজুদ করা হয়েছিল। এসময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৮ কোটি ৫০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীগণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বিএনএনিউজ/এইচ.এম।