27.8 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলের হামলায় আরও ৯৪ জন নিহত

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৯৪ জন নিহত

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৯৪ জন নিহত

বিএনএ, বিশ্ব ডেস্ক: গাজা উপত্যকায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৯৪ জনের প্রাণ গেছে। হামাস শাসিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এমনটি জানিয়েছে বিবিসি। বেশিরভাগ নিহত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে, তবে বেইত লাহিয়া ও দেইর আল-বালাহ থেকেও নিহতের খবর পাওয়া গেছে।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় এক পরিবারের সবাই নিহত হয়েছে বলে হামাস-শাসিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে। সংস্থাটির বরাতে জানানো হয়েছে, ওই হামলায় একই পরিবারের বাবা, মা ও সন্তানরা প্রাণ হারিয়েছেন।

গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি অবরোধ অব্যাহত রয়েছে। গত ১০ সপ্তাহে কোনো ত্রাণ ঢুকতে দেওয়া হয়নি অবরুদ্ধ উপত্যকাটিতে। এমন সময়ে এই বিমান হামলা ঘটল।

এক ব্যক্তি বিবিসিকে বার্তায় জানান, ক্ষুধায় তিনি ভালোভাবে নড়াচড়া করতে পারছেন না। গাজায় কাজ করা ১০টি ভিন্ন ত্রাণ সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ জনের মতো লোকের প্রাণ যায়। জিম্মি হন ২৫১ জন।

পরে ইসরায়েলে গাজায় হামলা চালানো শুরু করে। সেই থেকে উপত্যকাটিতে অন্তত ৫২ হাজার ৮২৯ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ