17 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বোলিং ঝলকে জিতল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতল তামিম ইকবালের দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।

রোববার (১৪ মে) চেমসফোর্ডে ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭০-এ থামে আয়ারল্যান্ড। শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করেন হাসান। তুলে নেন দুটি উইকেট। দ্রুত তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ, টাইগার বাঁহাতি পেসার নেন ৪ উইকেট। ১০ ওভারেন খরচ করেন ৪৪ রান।

প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া মোস্তাফিজ এ ম্যাচে খেলার সুযোগ পান। আর ফিরেই বাংলাদেশের জয়ে রাখলেন বড় অবদান।

টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ ভালো শুরু পেয়েও তাল ধরে রাখতে পারেনি কেউ। পাঁচজন ব্যাটার ত্রিশের ঘর পেরোলেও পঞ্চাশোর্ধ ইনিংস ছিল কেবল একটা! ফলে পুরো ৫০ ওভারও খেলে আসতে পারলো না টাইগাররা, থেমেছে ৪৮.৫ ওভারর ২৭৪ রানে। যেখানে শেষ ১৩ রানেই হারিয়েছে ৫ উইকেট! সর্বোচ্চ রান তামিমের, ৬৯। ৮২ বলে ৬৯ রান করে থামতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। ফিরেছেন দলীয় ৩৩.৩ ওভারে ১৮৬ রানে। ৩৯ বলে ৩৫ করে আউট হন লিটন।

দারুণ ছন্দে থাকা তাওহীদ হৃদয় এইদিন আর হৃদয় জিততে পারেননি, ১৬ বলে ১৩ করেই থামেন তিনি। বন্ধু মুশফিকের সাথেও এইদিন বুঝাপড়াটা জমে উঠেনি। জমে উঠার আগে মুশফিককে ফেলে সাজঘরের পথ ধরেন তামিম। ১৮৬ রানে ৫ উইকেট হারানোর পর এবার মিরাজকে সাথে নিয়ে ইনিংস গুছানোর চেষ্টা করে মুশফিক।

তাদের জুটিতে আড়াই শ’ পেরিয়েছে দলীয় সংগ্রহ। দারুণ খেলতে থাকেন দুজনে, ইনিংস সর্বোচ্চ ৭৪ বলে ৭৫ রানের জুটি আসে তাদের ব্যাটে। তবে পরপর দুই ওভারে দুইজন ফিরলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৪৬তম ওভারে ৫৪ বলে ৪৫ করে আউট হন মুশফিক, পরের ওভারে ৩৯ বলে ৩৭ করে ফেরেন মিরাজ।

রনি তালুকদারের মতো হতাশ করেন আরেক অভিষিক্ত মৃত্যুঞ্জয়ও, শেষ উইকেট হিসেবে ১১ বলে ৮ রান করে ফেরেন তিনি। ফলে ৭ বল বাকি থাকতেই ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

২৭৫ রানে জয়ের লক্ষে খেলতে নামা আয়ারল্যান্ডের শেষ ওভারে প্রয়োজন ছিল মোটে ১০ রান। হাসানের দারুণ স্লোয়ারে বিপর্যস্ত আয়ারল্যান্ড নিতে পারে কেবল ৫ রান।

আয়ারল্যান্ডের তিন ব্যাটার ফিফটি করেন। পল স্টার্লিং ৬০, অ্যান্ডি  ব্যালবির্নে ৫৩, লরকান টাকার ৫০ রান করেন। এছাড়াও হ্যারি টেক্টর খেলেন ৪৫ রানের দারুণ ইনিংস। সবার প্রচেষ্টা অবশ্য বিফলে গেছে শেষের ব্যাটারদের ব্যর্থতায়।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ৫০ ওভারে ২৭০/৯ (ইয়াং ৩*, লিটল ১*;ম্যাকব্রাইন ৪, অ্যাডায়ার ২০ টাকার ৫০, ডকরেল ৩, ক্যাম্ফার ১, টেক্টর ৪৫, স্টার্লিং ৬০, বালবির্নি ৫৩, ডোহেনি ৪)

বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৭৪/১০ (হাসান মাহমুদ ১, মোস্তাফিজুর রহমান ০, মৃত্যুঞ্জয় চৌধুরী ৮, মেহেদী হাসান মিরাজ ৩৭, মুশফিকুর রহিম ৪৫, তামিম ইকবাল ৬৯, তাওহীদ হৃদয় ১৩, লিটন দাস ৩৫, নাজমুল হোসেন শান্ত ৩৫, রনি তালুকদার ৪)।

ফল: বাংলাদেশ জয়ী ৪ রানে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ