বিএনএ, ঢাকা : রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় মিরপুর সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে কিছুটা সময় লাগবে। শিক্ষার্থীরা ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে, তা আমরা তদন্ত করে দেখবো। তারা মাঝে মধ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাতে তারা আর মুখোমুখি না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।