বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২ টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। পরে দুইটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানায় ফায়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএনএ/আরএস, ওজি