বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের টেকপাড়া এলাকার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, খবর পেয়ে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। এ ছাড়া আগুনে মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টেকপাড়া বস্তি আর এয়াকুব নগরের পেছনের অংশ জুড়ে কিছু ঘর আছে, সেগুলোতেও আগুন লেগেছে। এখনো পূর্ণাঙ্গ তথ্য না মিললেও প্রায় ২০০ ঘর পুড়েছে বলে জানান কাউন্সিলর বিপ্লব।
বিএনএ/এমএফ/এইচমুন্নী