৮:২১ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফিরিঙ্গিবাজারে বস্তিতে আগুন

ফিরিঙ্গিবাজারে বস্তিতে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের টেকপাড়া এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেছেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানার চেষ্টা করছি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ