বিএনএ ডেস্ক: সোমালি জলদস্যুরা ৫০ লাখ ডলারের (প্রায় ৫৫ কোটি টাকা) বিনিময়ে মুক্তি দিয়েছে বাংলাদেশি নাবিকদের। জলদস্যুদের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জলদস্যুদের একজন আবদিরাশিদ ইউসুফ বলেন, ‘দুই রাত আগে যথারীতি টাকাগুলো আমাদের কাছে আনা হয়েছিল… টাকাগুলো জাল কি না তা পরীক্ষা করে দেখেছি। তারপর আমরা টাকাগুলো দলে ভাগ করে সরকারি বাহিনীকে এড়িয়ে চলে যাই।’
তিনি জানান, জাহাজের সব ক্রুকে মুক্তি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সোমালিয়ার সরকারি কর্মকর্তারা মন্তব্য করতে রাজী হননি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য ডেইলি সোমালিয়া ও গারও অনলাইন নামে দুটি সংবাদ মাধ্যম তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ৫০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে দস্যুরা।
বাংলাদেশের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহ মার্চ মাসে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। ওই সময় সোমালিয়ার জলদস্যুরা অস্ত্রের মুখে জাহাজটি ছিনতাই করে। এরপর থেকে জিম্মি নাবিকদের উদ্ধারে তৎপরতা চলছিল।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা