25 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানের মেয়র ইসলাম বেবির ইন্তেকাল

বান্দরবানের মেয়র ইসলাম বেবির ইন্তেকাল

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি

চট্টগ্রাম :  বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি(৬৯) আর নেই।
শনিবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত ১৩ এপ্রিল তার শরীরে জ্বর আসে। পরদিন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানারÍর করা হয়।

শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সকাল সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বান্দরবানের সকল মানুষের প্রিয় ইসলাম বেবির মৃত্যুর খবরে  শোকের ছায়া নেমে আসে।

বান্দরবান পৌরসভার দুইবার নির্বাচিত পৌর মেয়র ইসলাম বেবি জেলা ক্রীড়া সংস্থারও সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৮ সালে বান্দরবান মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক যুগ্ম সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শনিবার বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলাম বেবির নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আজ সকালে মোহাম্মদ ইসলাম বেবী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মেয়র মোহাম্মদ বেবী ইসলাম বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলীম উল্লাহ এর পুত্র এবং ২ বারের নির্বাচিত পৌরসভার মেয়র ও বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ