31 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - মে ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘হজ পালনে অনিশ্চয়তা ২০ হাজার বাংলাদেশির’

‘হজ পালনে অনিশ্চয়তা ২০ হাজার বাংলাদেশির’

বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাচ্ছেন?

বিএনএ, ঢাকা: সৌদি আরব কর্তৃপক্ষ ৬৫ বছর বয়সসীমা নির্ধারণ করে দেয়ায় অনিশ্চয়তায় পড়েছে ২০ হাজার বাংলাদেশির হজ পালন। এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৮৫৬ জন।

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব জানায়, হজের জন্য নিবন্ধন করা আছে ৫৪ হাজার মানুষের। এর মধ্যে প্রায় সাড়ে ১০ হাজার মুসল্লির বয়স ৬৫ বছরের উপরে। পরিবারের এক জনের সঙ্গে আরেকজন যাওয়ার পাশাপাশি মহিলাদের জন্য আছে মাহরাম জটিলতা। সব মিলিয়ে বয়সের শর্তে হজ অনিশ্চিত অন্তত ২০ হাজার বাংলাদেশির।

হাব জানায়, বয়সের শর্ত সংক্রান্ত জটিলতা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে হাব। আর এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরিদুল হক জানান, বয়সের শর্ত উঠিয়ে সবার হজ পালন নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।

উল্লেখ্য, চলতি বছর ১০ লাখ মানুষকে পবিত্র হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে শর্ত দিয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। করোনায় দুই বছর সীমিত পরিসরে পবিত্র হজ পালন করা হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ