25 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত এমপি বাদশাকে ঢাকায় স্থানান্তর

করোনা আক্রান্ত এমপি বাদশাকে ঢাকায় স্থানান্তর

করোনা আক্রান্ত এমপি বাদশাকে ঢাকায় স্থানান্তর

বিএনএ ঢাকা:করনা ভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।বৃহস্পতিবার(১৫এপ্রিল)বিকেলে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এমপি বাদশাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে  ভর্তি করানো হয়েছে।এরআগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার চিকিৎসায় ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরে মেডিকেল বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। এর পর ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দুপুর ২টার দিকে তাকে হাসপাতাল থেকে বের করা হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান জানান,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাত ৯টার দিকে ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভিআইপি কেবিনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশনের লেভেল ৯৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে ওঠানামা করছিল। তার শারীরিক অবস্থা ভাল আছে। তবে তার ডায়াবেটিকসহ অন্য কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে ডিডাইমার রিপোর্ট অস্বাভাবিক এসেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু জানান, রাজশাহীতে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাই প্রথম ব্যক্তি যিনি সবার আগে দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন। দুই ডোজ করোনার টিকা নেয়ার পর  করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।

দেবাশীষ রায় দেবু  আরও জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন এমপি বাদশা। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তার তীব্র জ্বর শুরু হয়। এরপর গত মঙ্গলবার তিনি নমুনা দেন। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, ফজলে হোসেন বাদশার চিকিৎসার জন্য দলের সভাপতি রাশেদ খান মেননকে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পলিটব্যুরো সার্বক্ষণিক কমরেড বাদশার স্বাস্থ্যগত অবস্থার খোঁজ রাখছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ