15 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মার্কিন ড্রোন ধ্বংস করল রুশ যুদ্ধবিমান

মার্কিন ড্রোন ধ্বংস করল রুশ যুদ্ধবিমান


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ হামলায় ধ্বংস হলো আমেরিকার নজরদারি একটি ড্রোন। মঙ্গলবার (১৪ মার্চ) ইউক্রেনের উপকূলে কৃষ্ণসাগরের আকাশে এ ঘটনা ঘটে।

প্রকাশিত খবরে বলা হচ্ছে, কৃষ্ণসাগর উপকূলে এমকিউ-৯ র‌্যাপটর গোত্রের এই ড্রোনটি নজরদারি চালানোর সময় রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান সেটিকে ধ্বংস করেছে। পেন্টাগনের ইউরোপিয়ান কমান্ড এ ঘটনাকে রাশিয়ার বেপরোয়া ও অপেশাদার আচরণ বলে অভিহিত করেছে।

তবে মস্কো ড্রোনটি বিধ্বস্তের কারণ অস্বীকার করেছে।

ইউএস ইউরোপিয়ান কমান্ড বলেছেন, রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপারকে আটকে দিয়ে এর প্রপেলার কেটে দেয়।

তারা জানায়, ‘সংঘর্ষের আগে বেশ কয়েকবার সু-২৭ একেবারে বেপরোয়া,পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অপেশাদার পদ্ধতিতে এমকিউ-৯ এর সামনে জ্বালানী ফেলে উড়ে যায়।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তীক্ষ্ণ’ কৌশলের ফলে মনুষ্যবিহীন এমকিউ আকাশযানটি একটি অনিয়ন্ত্রিত ফ্লাইটের রেঞ্জে ঢুকে পড়ে দ্রুত উচ্চতা হ্রাস করায় সেটি পানির পৃষ্ঠের সাথে ধাক্কা খায়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এ ঘটনার প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ