24 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা গড়ছেন উন্নত দেশ:ফেনী জেলা প্রশাসক

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা গড়ছেন উন্নত দেশ:ফেনী জেলা প্রশাসক


বিএনএ, ফেনী : ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা গড়ছেন উন্নত দেশ। বঙ্গবন্ধুর স্বাধীন ২০৪১সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবেন। সেই উন্নত বাংলাদেশ গড়তে যে রকম প্রজন্ম দরকার সেরকম প্রজন্ম স্কাউটস এর মাধ্যমে গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার(১৪ মার্চ) রাতে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলা স্কাউটস সমাবেশ-২০২৩ এর মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ গোলাম আফছার।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাহেরা বেগম, প্রধান শিক্ষক সাজেদা বেগম, প্রধান শিক্ষক মফিজ উদ্দিন মজুমদার, প্রধান শিক্ষক শেখ জালাল, সুপার মাওলানা মুহাম্মদ ইউনুস, প্রধান শিক্ষক আলা উদ্দিন, মোঃ বেল্লাল হোসেন, মনোরঞ্জন দাস, আবদুল হালিম চৌধুরী, আবদুল করিম, সাধন চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, মুহাম্মদ নাছির উদ্দিন, মাজহারুল আলম ভূঁঞা প্রমূখ।

ছাগলনাইয়া উপজেলা স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ গোলাম আফছার জানান, স্কাউটস সমাবেশে উপজেলার ২৮টি স্কুল ও ৯টি মাদ্রাসা স্কাউটস দল অংশ নেয়।

 

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ